ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য চলমান প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন সরানোর কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। এই সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।

তিতাস আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ না থাকলেও ডিএনডি বাঁধ সংলগ্ন অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে।

এ অবস্থায় ভোক্তাদের আগেভাগে প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আবা/এসআর/২৫

গ্যাস,এলাকা,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত