ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, শিগগিরই প্রকাশ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, শিগগিরই প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই তা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ।

তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

এর আগে, গত রোববার রোডম্যাপের বিস্তারিত ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দু'মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে—ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয় প্রভৃতি বিষয় রোডম্যাপে স্থান পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,রোডম্যাপ,অনুমোদন,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত