অনলাইন সংস্করণ
১৮:৫৯, ২৭ আগস্ট, ২০২৫
অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় আর বেশিদিন নেই। আগামী পাঁচ-ছয় মাস আছে। এর মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন পাশ করা হবে। যাতে কৃষিজমি অন্য খাতে ব্যবহার করা না যায়।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, শিল্প কারখানা ও অন্যান্য অবকাঠামোর জন্য আলাদা জমি থাকবে। সড়ক অধিগ্রহণের সময় সড়ক বিভাগ জমির মালিককে তিনগুণ ক্ষতিপূরণ দিলেও এলজিইডি কোনো অর্থ দেয় না। এলজিইডির প্রকল্পেও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা যেন তিনগুন ক্ষতিপূরণ পায় সেটি নিশ্চিত করা হবে।
শীতকাল থেকে গ্রীষ্মকালীন সবজি আসা পর্যন্ত মাঝখানে প্রায় এক থেকে দেড় মাসের একটি সময় থাকে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে কৃষকরা যাতে সবজি সংরক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যেই মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ করা হবে, পরবর্তীতে সংখ্যা আরও বাড়ানো হবে। এর মাধ্যমে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি ভোক্তারাও লাভবান হবেন।
তিনি বলেন, অনেক সময় দেখা যায়, শীতকালে মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউসহ বিভিন্ন সবজি গরুকে খাওয়াতে হয় অথবা খুব কম দামে বিক্রি করতে হয়। কিন্তু এই সবজি কিছুদিন সংরক্ষণ করা গেলে পরে বেশি দামে বিক্রি করা সম্ভব হয়। এজন্যই মিনি কোল্ড স্টোরেজ উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি উপদেষ্টা বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনারাও তা ব্যবহার করবেন। দেখবেন, এতে কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।