অনলাইন সংস্করণ
২৩:৫৩, ২৯ আগস্ট, ২০২৫
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর বিজয় নগরে দ্বিতীয় দফায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থালে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে বলা হয়। কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সংবাদ সম্মেলনে করার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। হামলায় নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষই পাল্টা অভিযোগ করেছে।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।