অনলাইন সংস্করণ
১৪:১১, ১৮ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে গতকাল (শুক্রবার) জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় ৯০০ জনকে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা চারটি করে। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি ৩টি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
তিনি জানান, শুক্রবারের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। বাকি মামলা তিনটি হয়েছে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর অভিযোগে।