
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল ঘিরে থাকা নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম রাখা হয়েছে ‘শেন-ইয়ার’। সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবিত নাম, যার অর্থ সিংহ। ঘূর্ণিঝড়টি অবশ্য কোনও উপকূলে আঘাত হানার আগেই সাগরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো।
তবে, এর মধ্যেই খবর, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। একইসঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশিদের জন্য সতর্কতাস্বরূপ কয়েকটি পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
আবা/এসআর/২৫