
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর তারা সড়ক ছাড়েন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, যা এলাকায় তীব্র যানজট সৃষ্টি করে। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভ শেষে সড়ক ছাড়েন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গত ৬ ডিসেম্বর কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কলেজে জানাজা পড়তে চাইলে সেই অনুমতিও দেওয়া হয়নি।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় বহিরাগত একটি গ্রুপের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাকিবুল হাসান রানা মাথায় গুরুতর আঘাত পান এবং পরে তাকে প্রশান্তি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুরে নেয়া হয়েছে।