ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তফসিলের পর দাবি নিয়ে রাস্তায় এলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

তফসিলের পর দাবি নিয়ে রাস্তায় এলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই আহ্বান জানান।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে তা কঠোরভাবে দমন করা হবে। আন্দোলনকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও সতর্ক করে দেন প্রেস সচিব।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দুই হাজারেরও বেশি আন্দোলন হয়েছে। এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, শুধুমাত্র টিয়ারশেল ও গরম পানি ব্যবহার করা হয়েছে, কিন্তু রাবার বুলেট ছোড়া হয়নি—এটি দেশের ইতিহাসে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামীকাল মেট্রোরেলের আন্দোলন প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থানের কথা জানান। যে কোনো ধরনের আন্দোলন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রেস সচিব।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার অপেক্ষায় রয়েছে পুরো জাতি।

প্রেস সচিব,কঠোর ব্যবস্থা,দাবি নিয়ে রাস্তায়,তফসিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত