ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির

দীর্ঘ জল্পনা-কল্পনা ও আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সিইসি তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন এবং জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের ইশতেহার ও প্রতিশ্রুতি পৌঁছে দিতে পারবেন।

ইসি আরও জানিয়েছেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইসি।

তফসিল ঘোষণা সিইসির,সংসদ নির্বাচন,ত্রয়োদশ জাতীয় সংসদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত