ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, আর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার শেষ দিন ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

নির্বাচনী প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে।

এবারই দেশের ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে।

গত ১০ ডিসেম্বর বিকেলে নির্বাচন ভবনে রেকর্ড করা ভাষণে সিইসি তফসিল ঘোষণা করেন। তার আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল নানা আলোচনা। তফসিল ঘোষণার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে এবং এখন দেশ নির্বাচনি প্রক্রিয়ায় প্রবেশ করছে। প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন; ইতোমধ্যেই তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

২৯ ডিসেম্বর,জমা দেওয়ার শেষ তারিখ,মনোনয়ন জমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত