ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তফসিলকে স্বাগত জানাল জামায়াত, গণভোটে ‘হ্যাঁ’ জেতাতে কর্মসূচি অব্যাহত

তফসিলকে স্বাগত জানাল জামায়াত, গণভোটে ‘হ্যাঁ’ জেতাতে কর্মসূচি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি জানিয়েছে, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে তাদের জোটভুক্ত আটটি দল কর্মসূচি চালিয়ে যাবে।

তফসিল ঘোষণার পর দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে থাকা অনিশ্চয়তা দূর হয়েছে। তিনি জানান, আট দলের শীর্ষ নেতারা একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয় এ ঘোষণা।

সিইসি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। ১১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন এবং ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

কর্মসূচি অব্যাহত,গণভোটে ‘হ্যাঁ’ জেতাতে,তফসিলকে স্বাগত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত