অনলাইন সংস্করণ
১১:৫৫, ১৩ ডিসেম্বর, ২০২৫
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের। ভবনের ভেতরে ঘন ধোঁয়া, ঝুট গোডাউন এবং দোকানপাট থাকায় আগুন নেভাতে সময় লাগছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, আশপাশের ভবনগুলো আবাসিক ও বাণিজ্যিক মিক্সড ভবন। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সবগুলো সাঁটার দিয়ে আটকানো। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে এবং দোতলা ও তিনতলা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের কাজে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে ঝুট গোডাউনসহ বিভিন্ন মালামাল এবং ভবনের বেজমেন্টেও দোকানপাট রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।
তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। এখন পর্যন্ত সিঁড়ি ব্যবহার করে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে কেউ হতাহত হয়নি। এছাড়া ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এর আগে, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে জমেলা টাওয়ারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছে বলে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল নিশ্চিত করেছে।