অনলাইন সংস্করণ
১৭:৪৬, ০৩ জানুয়ারি, ২০২৬
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ইশতেহারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত লিপিবদ্ধ থাকতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো ইশতেহার প্রকাশ করছে, এক্ষেত্রে এতে কী-কী বিষয়গুলো থাকা দরকার সেগুলোর ওপরে আলোকপাত করে আমরা আজ দাবি জানাচ্ছি যে জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট দ্ব্যর্থহীন অঙ্গীকার এতে থাকতে হবে। বিশেষভাবে আমরা দাবি করেছি—আমাদের যে গণভোট হবে রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তাদের অবস্থান ‘হ্যাঁ’ কি ‘না’ সেটা যেন সুস্পষ্ট করে।’
তিনি আরও বলেন, আমরা মনে করি, নির্বাচনী ইশতেহার একটা লিখিত, স্বাক্ষরিত দলিল। এই দলিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করে। এখানে তাদের মতামতগুলো সুনির্দিষ্ট থাকা দরকার ও অঙ্গীকারগুলো বাস্তবায়ন হওয়া বাধ্যতামূলক।