
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বাসসকে এই তথ্য জানিয়েছেন।
বৈঠকে ইইউ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– ডেপুটি চিফ অবজারভার ইন্টা লাসে, লিগ্যাল এনালিস্ট ইরিনি-মারিয়া গুনারি এবং নির্বাচন বিশ্লেষক ভ্যাসিল ভাশচানকা।