অনলাইন সংস্করণ
১৯:১৪, ০৯ জানুয়ারি, ২০২৬
হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত এবং ভবিষ্যতে এই ভূখণ্ডে কোনো ক্ষমতার অংশীদার হতে চায় না তারা।
বৃহস্পতিবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, গাজার প্রশাসন তদারক করার জন্য একটি স্বাধীন কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন তারা।
তিনি বলেন, হামাস সহজে শাসনভার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে। ওই স্বাধীন কমিটির কাজে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা পরিচালনায় হামাস যে কোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৪ সালের মার্চ মাসে গাজাসংক্রান্ত জরুরি আরব শীর্ষ সম্মেলনে এক পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই সংস্থা হবে স্বাধীন, এটি নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে এবং ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে।