ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানাল তিতাস 

ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানাল তিতাস 

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি ঢুকে পড়ে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে মারাত্মক গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুতগতিতে কারিগরি কার্যক্রম চালানো হচ্ছে এবং গ্যাস স্বল্পচাপ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রাজধানী,গ্যাস,স্বল্পচাপ,তিতাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত