ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পরিমাপে কম দেওয়ায় মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কম দেওয়ায় মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা

মানিকগঞ্জ ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার থ্রী স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

অভিযানে পরিমাপ যাচাইয়ের সময় প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে গড়ে ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল বলে নিশ্চিত হয় ভোক্তা অধিদপ্তর। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “পরিমাপে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিত থাকবে।”

অভিযানে জেলা ক্যাব সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পরিমাপ,মানিকগঞ্জ,ফিলিং স্টেশন,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত