ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক এলাকা থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার বহলগাছি গ্রামের বাবুল মৃধার ছেলে এবং শঙ্কচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মানিক মৃধা (৪০) ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ জর্দার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বহলগাছি ও ভুলটিয়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মানিক মৃধা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ জর্দারকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।

গ্রেপ্তার,আওয়ামী লীগের ২ নেতা,চুয়াডাঙ্গায় নাশকতা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত