ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (বিজেপিবিএফআইইএ) এর আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এক বিশেষ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টন সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান লিটন, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলার সহ-সভাপতি শেখ মোহাম্মদ জায়েদ আল কিবরিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ জায়েদ আল ফাত্তাহ এবং সদস্য সচিব আলিমুল বিন আজিজ তুষার।

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এইচ এম মিজানুর রহমান, শফিউল বাশার, আসাদুজ্জামান শিপলু, তালুকদার মোহাম্মদ রাশেদুল ইসলাম, কবির হোসেন, ফয়সাল আহমেদ, রোকশানা পারভিন এবং এ এইচ এম শামসুল আলম উপস্থিত ছিলেন। উক্ত রক্তদান কর্মসূচিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা মাইলস্টোন স্কুল ও কলেজের আহত বাচ্চা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরণের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

রক্তদান,কর্মসূচি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত