শাপলা চত্বর ট্রাজেডির এক যুগ পর আওয়ামী লীগ সরকারের নৃশংসতায় নিহত হওয়া শহীদদের তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ৫ মের ওই ঘটনায় ৯৩ জনের নাম ও পরিচয় প্রাথমিক খসড়া তালিকায় প্রকাশ করেছে সংগঠনটি।
রোববার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই তথ্য জানিয়েছেন।
আজহারী জানান, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা ওই ঘটনার পর হেফাজতে ইসলাম দাবি করেছিল তাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছেন। তবে তারা কোনো তালিকা পেশ করতে পারেনি। এটা নিয়ে হেফাজতের ভেতরেও অনেকের ক্ষোভ ছিল।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ঘটনার পরপর হেফাজতের কর্মসূচি ঘিরে ৬১ জন নিহতের তথ্য জানালেও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বারবার এই দাবি অস্বীকার করা হয়েছিল।
আবা/এসআর/২৫