ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াত আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে বসেই বক্তব্য শেষ করেন তিনি। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও নিয়মিত ফলোআপে থাকেন। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল; কিন্তু তিনি এটি নাকচ করেছেন। দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন তিনি।

তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

চিকিৎসা,বাইপাস সার্জারি,জামায়াত আমির,প্রধান উপদেষ্টা,ধন্যবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত