ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রোববার বিকেলে এনসিপির জনসমাবেশ, চলছে প্রস্তুতি

রোববার বিকেলে এনসিপির জনসমাবেশ, চলছে প্রস্তুতি

নতুন বাংলাদেশের ইশতেহার দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এখানেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। গাছে লাগানো হচ্ছে মাইক। এছাড়া সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।

নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।

তিনি বলেন, সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।

এসময় জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম।

আবা/এসআর/২৫

এনসিপি,জনসমাবেশ,প্রস্তুতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত