অনলাইন সংস্করণ
১৭:৫৮, ০৩ আগস্ট, ২০২৫
‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে উপস্থিত হয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে সমাবেশ শুরু হয়।
এদিন, রাজধানী ও দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল এনসিপি’র নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা গেছে। সময় গড়াতে উপস্থিতিও বাড়ছে।
এনসিপ’র নেতারা জানান, সমাবেশে ২৪ দফা বিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করবেন দলের আহ্বায়ক এবং হাসিনা পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। ইশতেহারে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।