
তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরে তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, গত দেড় দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়। ধানের শীষ প্রতীকে প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।
তিনি বলেন, চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি- আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশ পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য। আমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।
তারেক রহমান বলেন, তোমরা যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারো সেজন্য তোমাদের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিকে আধুনিক করাসহ অনলাইন ও অফলাইনে লাইব্রেরিকেন্দ্রিক বহুমুখী শিক্ষা চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্র যে বরাদ্দ করে খরচ করে সেটা ব্যয় নয়, সেটিকে আমি বিনিয়োগ হিসেবে দেখি।
ছাত্ররাজনীতি সম্পর্কে তিনি বলেন, প্রচলিত ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি।
তিনি বলেন, শুধু রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের প্রয়োজন শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম, যারা জ্ঞান ও মানবিকতা দিয়ে দেশকে নেতৃত্ব দেবে।
এ সময় তিনি আগামী বাংলাদেশে একটি মেধাভিত্তিক ও শাসন ও প্রশাসনের জন্য নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করার জন্য তরুণদের আহ্বান জানান।
আবা/এসআর/২৫