ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশ হেফাজত

ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশ হেফাজত

জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা উল্লেখ না করায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় এ হতাশা ব্যক্ত করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবিব।

সিনিয়র এই নেতা বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লক্ষাধিক গুলি চালানো হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম-ওলামা জীবন দিয়েছে। এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআন শরিফ তেলওয়াত করা হয়নি। এটি না করে ৯২ শতাংশ মুসলিমের অন্তরে আঘাত দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে।

আবা/এসআর/২৫

ঘোষণাপত্র,শাপলা চত্বর,হতাশ,হেফাজত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত