অনলাইন সংস্করণ
২০:১১, ০৬ আগস্ট, ২০২৫
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাসে প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হলেও কখনো মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রথমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে এই বিজয়কে অভিহিত করে বলেন, এই সফলতা ৩৬ দিনের নয়, এটি ১৭ বছরের আন্দোলনের ফসল।
মির্জা ফখরুল বলেন, ‘এই বিজয় অর্জনে দেশের সমস্ত মানুষ, রাজনৈতিক দল, ছাত্র সমাজ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষভাবে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এই আন্দোলনে জনগণের সঙ্গে থেকেছে।’
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন। এই নেতৃত্বই আমাদের বিজয়ে অনুপ্রাণিত করেছে।