অনলাইন সংস্করণ
২২:১৭, ০৬ আগস্ট, ২০২৫
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ আগস্ট) সেই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
তিনি জানান, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামী নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। এর ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও চলতি বছরের তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।
এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানে বৈঠক হয়। সেই বৈঠক শেষে দেয়া যৌথ বিৃবতিতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি উঠে আসে।
বৈঠকের সময় ও স্থান, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে কিংবা ভবিষ্যতে এই সংলাপ আরও বাড়বে কি না, এ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে কূটনৈতিক মহলে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আবা/এসআর/২৫