অনলাইন সংস্করণ
১৭:৩৯, ০৭ আগস্ট, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।’ কক্সবাজার সফর নিয়ে দলীয় শোকজ নোটিশের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
গত ৫ আগস্ট এনসিপির ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিনে কয়েকজন শীর্ষ নেতা কক্সবাজার সফরে গেলে তা নিয়ে শুরু হয় বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি হোটেলে তাদের বৈঠক হয়েছে। যদিও পরে নিশ্চিত হওয়া যায়— ঐ সময়ে পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
এরপর এনসিপির পক্ষ থেকে সফরকারী নেতাদের শোকজ করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সেই শোকজের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সফরের দিনটিতে তার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচি ছিল না। দল থেকেও তাকে কোনো দায়িত্ব জানানো হয়নি। ব্যক্তিগত মানসিক প্রস্তুতি এবং রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি। তিনি জানান, সফরের পরিকল্পনার আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে বিষয়টি আলোচনা করে নিয়েছেন।
পাটওয়ারী বলেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে।’
পিটার হাসের সঙ্গে সাক্ষাতের গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখানে এমন কেউ ছিলেন না। বরং তখন পিটার হাস অবস্থান করছিলেন ওয়াশিংটনে।’
তিনি দাবি করেন, এই সফরে কোনো অনৈতিকতা ছিল না এবং এটি দলের সাংগঠনিক নীতিমালাবিরোধীও নয়। ‘পরিস্থিতির আলোকে আমি মনে করি, শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমি শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখেই উত্তর দিচ্ছি।’
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমার বক্তব্য স্পষ্ট— ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।’