ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দেশে অরাজকতা হলেই বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ’

‘দেশে অরাজকতা হলেই বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। এভাবেই তারা বিএনপিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষ্যে আয়োজিত বিজয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচারকাজ একসাথে চলতে পারে।

এ সময় অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আবা/এসআর/২৫

অরাজকতা,বিএনপি,নাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত