ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে নাসীরুদ্দীনের শঙ্কা প্রকাশ

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে নাসীরুদ্দীনের শঙ্কা প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ঘোষণার তারিখ ফেব্রুয়ারি হলেও সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচনের আয়োজন অসম্ভব।

তিনি উল্লেখ করেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যারা সংস্কারের জন্য শহীদ হয়েছেন, তাদের জীবন সরকারকে ফিরিয়ে দিতে হবে। সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন হলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না। তরুণরাই ভবিষ্যতে গণভবন ও বঙ্গভবনের পতন ঘটাবে।’

তিনি মিডিয়া ও গোয়েন্দা সংস্থার সমালোচনা করে বলেন, ‘মিডিয়ার সম্পাদকরা জনগণকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তারা দালালি শুরু করেছে। ডিজিএফআইয়ের কাজ শুধু মানুষকে ভীতিকর পরিস্থিতিতে রাখা।’

তরুণদের কর্মসংস্থানের অভাবে বেকারত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘দালাল শ্রেণি তৈরি হয়েছে। বেকাররা চাকরির জন্য নেমেছিল, তা না হলে নির্বাচন কী করে সম্ভব হবে।’

শেখ হাসিনাকে বিচার করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না। আমরা গায়ে পড়ে ঝগড়া করতে চাই না, তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শঙ্কা প্রকাশ,নাসীরুদ্দীন,ফেব্রুয়ারিতে নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত