ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু মনোনয়ন ফরম নিতে সিনেট ভবনে ছাত্রশিবিরের নেতারা

ডাকসু মনোনয়ন ফরম নিতে সিনেট ভবনে ছাত্রশিবিরের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে প্রবেশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেল।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ে যান ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, সংগঠনটির ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানসহ প্যানেলের অন্যান্য সদস্যরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ছাত্রশিবিরের ছাত্রশিবিরের প্যানেলের পক্ষ থেকে ব্রিফ করা হবে।

জানা গেছে, ছাত্রশিবিরের পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সাবেক ঢাবি শাখার সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, আজই ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। শেষ দিনে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে সক্রিয় ছাত্রসংগঠনগুলো। এর আগে গত ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এখন পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে—সহসভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন রয়েছেন। এর মধ্যে জমা পড়েছে ৩৮টি মনোনয়নপত্র।

ছাত্রশিবির,ডাকসু,নির্বাচন,মনোনয়ন ফরম,সাদিক কায়েম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত