ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গণভোটের সময় নির্ধারণে ইসির মত নেবে সরকার

গণভোটের সময় নির্ধারণে ইসির মত নেবে সরকার

দুই দিন পিছিয়ে আগামী শুক্রবার ছুটির দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠান হবে। সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে– এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার মাধ্যমে নেবে সরকার। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনসহ যেসব সংস্কারে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে, সেগুলো নিয়ে সমঝোতার চেষ্টা অব্যাহত রাখতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এদিকে গতকাল জাতীয় সংসদে কমিশনের সঙ্গে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ ছাড়া পৃথক বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। তারা বার্তা দিয়েছেন, বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সনদ সইয়ের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন না। আজ রোববার বিএনপির সঙ্গে বৈঠক করতে পারে ঐকমত্য কমিশন। গণভোটের সময় এবং নোট অব ডিসেন্টের বিষয়ে দলগুলোকে কাছাকাছি আনতে এসব আলোচনা চলছে।

সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে– সরকারকে এ সুপারিশ দিতে গতকাল কমিশন সভা করেছে। জুলাই সনদের ৮৫ সংস্কারের প্রস্তাবকে একটি প্যাকেজ বিবেচনা করে গণভোট আয়োজন করা যায় কিনা– এই আলোচনা হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে। সরকারকে কী কী সুপারিশ করা হবে, তা এখনও চূড়ান্ত করতে পারেনি কমিশন। সভা সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে।

হামিদুর রহমান আযাদ সমকালকে বলেছেন, নির্বাচনের আগে আদেশ জারির মাধ্যমে সনদ কার্যকর এবং গণভোট আয়োজনের বিষয়ে অবস্থান কমিশনকে আবারও জানানো হয়েছে। সনদে সই করা হবে কিনা, সে ব্যাপারে বাস্তবায়ন পদ্ধতি দেখার পর জামায়াত সিদ্ধান্ত নেবে।

জাভেদ রাসিন সমকালকে বলেছেন, এনসিপি নির্বাচনের আগে গণভোট চায়। কমিশনকে এটি জানানো হয়েছে।

সরকার,গণভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত