অনলাইন সংস্করণ
১০:৫৫, ১৭ নভেম্বর, ২০২৫
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে কি বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, তা দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।
সোমবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে বলে জানা গেছে। সংবাদমাধ্যমগুলোও বিষয়টিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।