ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন: মির্জা ফখরুল

তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

তিনি বলেন, ১৯৭১-এর প্রজন্মকে যারা নিকৃষ্ট প্রজন্ম বলে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে তাদের রুখে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।

নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কে নমিনেশন পেল, কে পেল না এই নিয়ে চিন্তা না করে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বিএনপি মহাসচিব,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত