ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী নির্বাচন তত সহজ নয়, যত মনে করছেন: তারেক রহমান 

আগামী নির্বাচন তত সহজ নয়, যত মনে করছেন: তারেক রহমান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী কয়েকদিন পরে নির্বাচন হবে। আমি এক বছর আগে বলেছিলাম, এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, প্রকৃতপক্ষে তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ।”

তিনি আরও বলেন, মানুষের রায় আনতে হবে আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে। নির্বাচনের দিন ভোটের মাধ্যমে রায় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। গত রোববার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

তারেক রহমান বলেন, দেশের জন্য আমরা কি করতে চাই, সেটা যদি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে সংকুচিত হয়ে যাবো। আমাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেওয়া।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও সতর্ক করে বলেন, “এখনও যদি আমরা সিরিয়াস না হই, তাহলে এই দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবিলা করেছেন, তাহলে কেন সামনের নির্বাচনী যুদ্ধ মোকাবিলা করতে পারবেন না। কেন, আপনার দলের যে পরিকল্পনা, তা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না।”

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

তারেক রহমান,যত মনে করছেন,তত সহজ নয়,আগামী নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত