ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহে পাইপ লাইন থেকে গ্যাস চুরির ঘটনায় আটক ১৫

ময়মনসিংহে পাইপ লাইন থেকে গ্যাস চুরির ঘটনায় আটক ১৫

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি) সঞ্চালন পাইপ লাইন থেকে গ্যাস চুরির ঘটনায় ময়মনসিংহে ১৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রবিবার চর রঘুরামপুর থেকে নেত্রকোনা গামী ৬ ইঞ্চি × ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ এলাকায়।

তিতাস গ্যাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ স্থাপনের উদ্দেশ্যে দুটি সার্ভিস ‘টি’ বসানোর সময় গ্যাস লিকেজের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের নিয়মিত অভিযানে বিপুলসংখ্যক অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এসব অভিযানের ফলে সংশ্লিষ্ট দুষ্কৃতকারী চক্র ময়মনসিংহ এলাকায় ঘাঁটি গেড়ে অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে অর্থ উপার্জন করছিল।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কোম্পানির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত তিতাস গ্যাসের অভিযানে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০ হাজার ৮৯৮টি আবাসিকসহ মোট ৭১ হাজার ৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় ১ লাখ ৫২ হাজার ৬৭৮টি বার্নার অপসারণ এবং ২৯১ দশমিক ৩ কিলোমিটার পাইপলাইন সরানো হয়।

আটক ১৫,লাইন থেকে গ্যাস চুরি,ময়মনসিংহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত