ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এলজিইডির ক্রিলিক কার্যক্রম পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

এলজিইডির ক্রিলিক কার্যক্রম পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

এলজিইডির ক্রিলিক কার্যক্রম পরিদর্শন করেছেন ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্ট (এএফডি)-এর একটি প্রতিনিধি দল।

বুধবার (২৬ নভেম্বর) এএফডি’র মনিটরিং মিশন প্রধান সার্জ পেরিন এর নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্রিলিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এক মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন এএফডি-এর প্রজেক্ট ম্যানেজার সুমন কান্তি নাথ।

সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডি প্লানিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ, ক্রিম–ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল এবং সংশ্লিষ্ট পরামর্শকরা।

এলজিইডি,ক্রিলিক কার্যক্রম,পরিদর্শন,এএফডি,প্রতিনিধি দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত