
নারীদের জন্য বসন্তের সাজ : শাড়ি হলুদ, কমলা বা লালের মখমল, কটন বা সিল্ক শাড়ি বেশ জনপ্রিয়। ফুলেল প্রিন্ট বা গামছা ডিজাইনের শাড়িও ভালো লাগবে।
সালোয়ার-কামিজ : হালকা কাপড়ের কটন বা জর্জেট সালোয়ার-কামিজ বা আনারকলি পরতে পারেন।
গয়না : ফুলের গয়না
(গোলাপ, গাঁদা, রজনীগন্ধা) কিংবা অক্সিডাইজড গয়না ভালো লাগবে।
চুলের সাজ : খোঁপা বা খোলা চুলে ফুলের মালা দিতে পারেন।
মেকআপ : ন্যাচারাল লুক,
হালকা ফাউন্ডেশন, গোলাপি বা লাল লিপস্টিক আর কাজল ভালো মানাবে।
পুরুষদের জন্য বসন্তের সাজ : পাঞ্জাবি: উজ্জ্বল রঙের (হলুদ,
কমলা, লাল) কটন বা সিল্ক
পাঞ্জাবি জনপ্রিয়। হাতে কাজ
করা বা ব্লক প্রিন।