‘এলিট লাইফ স্টাইল’ বসন্ত ঋতু উপলক্ষে ফ্যাশন
সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে।
‘এলিট লাইফ স্টাইল’ সীমিত সময়ের ভেতর মানুষের আস্থার যায়গা স্থান করে নিয়ে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক, আধুনিক, রুচিশীল, মানসম্মত, নান্দনিক সব আউটফিট। ফলে এরই মধ্যে ‘এলিট’ গ্রাহকের ভেতর যথেষ্ট সাড়া ফেলেছে।
ফ্যাশন হাউস এলিট লাইফ স্টাইলের কালেকশনে রয়েছে নতুন ডিজাইন ও নতুন স্ট্যাইলের ফুল হাতা শার্ট, ফুল হাতা টি শাট, শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট,
ডেনিম জ্যাকেট, পলোশার্ট, ডেনিম, পাঞ্জাবি, পাজামা, লেডিস কুর্তা, থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ি।