ফ্যাশন শোরুম ‘সুহৃদ’ এই বসন্তে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নূতন পণ্য। ‘সুহৃদের বসন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন।
পছন্দের শোরুম ‘সুহৃদ’ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়াসহ সবরকমের মানানসই পোশাক। বসন্তের এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।