ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বই আলোচনা

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শতবর্ষে শত কবিতা

কাজী মিজানুর রহমান
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শতবর্ষে শত কবিতা

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ যেন শুধু বঙ্গবন্ধুর আত্মজীবনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীর নির্যাতন, জেল-জুলুমের শিকার স্পষ্ট করে তুলেছে এ বই। আফরোজা নাইচ রিমা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির কাব্য রূপান্তর করে কবিতার স্বাদে এনে দিয়েছেন শক্তিশালী ও ক্ষুরধার ‘শতবর্ষে শত কবিতা’ বইয়ের কাব্যগাঁথা। বঙ্গবন্ধুর সত্যসন্ধানী ও ন্যায়ের পথে লড়াকু চেতনায় গভীর অভিঘাতের সৃষ্টকে করেছেন ছন্দের তালে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শতবর্ষে শত কবিতা বইয়ের প্রথম কবিতা জন্মশতবর্ষে মুজিব কবিতায় তারই প্রতিফলন এভাবে ফুটে উঠেছেÑ

‘এমন কি করেছি যা লেখা যায়’

তোমার অমোঘ বাণীরই পড়ে যাই মায়ায়।

কী সাবলীল, সরলতা তোমার কথায়

বিশ্বদরবারে স্থান নেয় তীক্ষè কথারই বর্ণচ্ছটায়

‘নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি।’

অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পৃষ্ঠাগুলো জ্বলন্ত স্বাক্ষর। যেটি আফরোজা নাইচ রিমা তুলে ধরেছেন তার অসাম্প্রদায়িক বন্ধু-মুজিব কবিতায়।

জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী মনুষ্যত্ব, বিবেক ও কর্তব্যকে সবার ওপরে স্থান দিয়ে তার স্বচ্ছ বিবেকশক্তির সঠিক কর্তব্যজ্ঞানসম্পন্ন এক মহান ব্যক্তিত্বের জাতির সংকটকালের এক পথ নির্দেশনা।

পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিদশায় আচ্ছন্ন মানুষের অধিকার লঙ্ঘনে অতীব মর্মাহত মুজিব আত্মমর্যাদাহীন, আত্মনিয়ন্ত্রণহীন পরাধীন বাঙালি জাতিকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জীবিত করার প্রয়াসেই বছরের পর বছর জেল খেটেছেন। জেল জীবন ছিল যেন অনিবার্য। জেলই ছিল তার বাড়িঘর যা পুরো অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পড়তে পড়তে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়।

দেশমাতাকে মুক্তির আনন্দে ভাসানোর জন্য তার স্ত্রী রেণু ও পরিবারের ছোট ছোট বাচ্চাদের কাছ থেকেও দুর্দমনীয়ভাবে নিতেন মুক্তি-ছিল না কোনো সংকোচ, আবার কোনো বেদনা। একজন যোগ্য নেতাই হতে পারেন, এমন একটি বাঙালি জাতির মুক্তির দূত। যা তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বর্ণিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে দিনের পর দিন জন্ম নিয়েছিল পাকিস্তানের বঞ্চনার যন্ত্রণার বীজ। সংগত কারণেই অত্যাচারীর খড়গ থেকে মুক্তি পেতে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ আর সংগ্রামের ফলে খেটেছেন জেলের মধ্যকার সেলের জীবন। যা অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শতবর্ষে শত কবিতার ৯৫ নম্বর পৃষ্ঠায় জেলের মধ্যে জেল কবিতায় প্রতিভাত।

বঙ্গবন্ধু বুঝেছিলেন দেশের জনগোষ্ঠীকে এক আদর্শে সমবেত করা না গেলে হায়েনা পাকিস্তানিদের হাত থেকে আদৌ মুক্তি সম্ভব নয়। তাই মুক্তির আদর্শের সলতের দিকে এগিয়ে আসার জন্য আপামর সব শ্রেণি পেশার মানুষকে মনুষ্যত্বের আলো জ্বালিয়ে একই কাতারে দাঁড়নোর আহ্বান জানিয়েছেন অসমাপ্ত আত্মজীবনীতে; যা শতবর্ষে শত কবিতা বইয়ে ভিসির বাড়ির উঠান দখল কবিতায় ফুটে উঠেছে এভাবেÑ

... আইন ক্লাসের ছাত্রদের ডাকা ধর্মঘটের কোনো ফল না পাওয়ায় অব্যাহতিতে, ১৮ এপ্রিল ছাত্র শোভাযাত্রায় ভাইস চ্যান্সেলরের বাড়িতে।

পাকিস্তানিদের বর্বরতার বিরুদ্ধে একজন আটপৌরে মুজিব যেন গোটা বাঙালির বলিষ্ঠ কণ্ঠস্বর-যার কণ্ঠস্বরে কেঁপে উঠেছিল বিশ্ব। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মুজিব। ‘আমি মন্ত্রিত্ব চাই না’ বলতে একটুও সময় নেননি। অসমাপ্ত আত্মজীবনী আসলেই কি অসমাপ্ত! নাকি ভবিষ্যত প্রজন্মের অন্যায়ের প্রতিবাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণার এক বাস্তব ও জ্বলজ্বলে নক্ষত্রসম মানব। শতবর্ষে শত কবিতা বইটি একটুখানি হলেও কি সিন্ধুর মধ্যে বিন্দু!

বাঙালি জাতির দুর্দশামোচনে একের পর এক জেলে জীবন কাটিয়ে ভয়ংকর সুন্দরভাবে অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধুর ত্যাগের মহিমাগুলো উজ্জীবিত হয়ে আছে। শতবর্ষে শত কবিতা বইয়ে মুজিবের সুতা কাটা কবিতাটি যেনো তারই প্রতিফলনÑ

... ঢাকা জেলে বসে সুতা কাটতে, কী যে মজা করে নিবিষ্টচিত্তে কাজটা করতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে আফরোজা নাইচ রিমার শতবর্ষে শত কবিতা বইটির এক একটি কবিতা বঙ্গবন্ধুর জীবন্ত আত্মজীবনীর নব বিশ্লেষণী ভাবনাচিন্তা, তার নিজস্ব অনুভূতি প্রকাশ, সঙ্গে প্রতিটি শব্দই আত্মজীবনীকে নব ধারায় বর্তমান প্রজন্মকে চিনিয়ে দেওয়া। কবিতা সংক্রান্ত তথ্য, তত্ত্ব, রস, প্রস্তুতি-পর্ব প্রকাশ, সংকলন, গঠন, পাঠান্তর, প্রকরণ সবই যেনো এক সীমার মাঝে অসীম বঙ্গবন্ধুকে ছন্দের স্বাদে শব্দ গাঁথুনির নব প্রচ্ছদপটে সাদা পৃষ্ঠার কালো কালির বুনন, যা কাব্যিক সৌন্দর্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পেয়েছে, একইভাবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের এ মহালগ্নে মানিয়ে গেছে বইটির নামকরণেও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবহেলিত, নিরন্ন, নিষ্পেষিত, শোষিত মানুষের মননে জ্বালিয়েছে আত্মদর্শী চেতনার অবিনাশী শিখা। বঙ্গবন্ধু বাঙালির জীবনে গণজাগরণ, একটি ইতিহাস ও একজন মহান অবিস্মরণীয় আত্মজীবনী-আফরোজা নাইচ রিমা’র শতবর্ষে শত কবিতা বইটিও ইতিহাস ও কবিতাপ্রেমী মানুষের কাছে হতে পারে সমৃদ্ধ সংগ্রহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত