অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিএমপি। যে কোনো ধরনের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় রাজধানীর তুরাগে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। তুরাগ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তুরাগ থানা সূত্রে জানা যায়, গত রবিবার ভোর আনুমানিক ০৪:০১ ঘটিকায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি হতে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা পশ্চিম থানার ১৯নং সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের ১নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়। সেখানে ইতালিয়ান নাগরিককে তার অন্য এক সহযোগীর সহায়তায় ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সাথে থাকা ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন ১৩ মোবাইল, একটি আইফোনের চার্জার, একটি ম্যাকবুক চার্জার, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড, সুগন্ধি, ইতালিয়ান বই, নগদ ৫০ ইউরো ছিনিয়ে নিয়ে চলে যায়। এই ছিনতাইয়ের ঘটনায় মামলাটি রুজু হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী উবার মোটরসাইকেল চালক মো. খোরশেদ আলমকে শনাক্ত করা হয়। অতঃপর ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫:১৫ ঘটিকায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে খোরশেদকে গ্রেফতার করা হয়।