ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ক্যাবের মতবিনিময়

ক্যাবের মতবিনিময়

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ও বাজার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্যাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে বাজার তদারকি ও নিরাপদ খাদ্যের মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রধান আলোচক জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ সব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য আবু জুবায়ের উজ্জ্বল। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সভাপতি মঞ্জুরানী প্রামানিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত