ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছোট ভাইয়ের রগ কাটলেন বড় ভাই

ছোট ভাইয়ের রগ কাটলেন বড় ভাই

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে যাওয়ায় পায়ের রগ কেটে দিলো আপন বড় ভাই। ঘটনাটি ঘটে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়ন পুর্ব কোলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসহাক মোল্লার (৬০) সঙ্গে তার বড় ভাই ছিদ্দিক মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ বিষয়ে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। গত দুই দিন আগে গাছ কাটার ঘটনায় সিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করে। সেই অভিযোগের সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গতকাল উভয় পক্ষের মারামারি হয়। এ সময় এসহাক মোল্লাকে হাত-পাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে বড় ভাই ইদ্রিস মোল্লা ও তার লোকজন। পরে এসহাক মোল্লাকে আত্মীয়-স্বজনরা উদ্ধার কতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এসহাক মোল্লা ও ইদ্রিস মোল্লা কোলা ইউনিয়নের পুর্ব কোলা গ্রামের মৃত মন্তাজউদ্দিন মোল্লার ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহানারা আক্তার বলেন, এসহাক মোল্লা নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি দেখে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেছি। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু জানান, এসহাকের স্ত্রী নিলুফা বেগম পরিষদে এসেজানায় তার স্বামীকে মেরে হাত ভেঙে দেয়া হয়েছে এবং পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত