কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহরের গাছতলা ঘাট এলাকার ভৈরব গোস্ত হাউজের মালিক খুর্শিদ মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ভৈরব গোস্ত হাউজের মালিক খুর্শিদ মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়াও গরুর মাংস উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।