জামালপুরের মেলান্দহে মেলান্দহে পাওনা টাকা আদায়কে পুঁজি করে এসএসসি পরীক্ষার্থী মনির হোসেনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে মোফাজ্জল খলিফার ছেলে আব্দুল্লাহ আল মামুন গংরা। আহত মনির হোসেন উপজেলার সাধুপুর এলাকার জহুরুলের একমাত্র ছেলে। আহত মনির এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। এ ঘটনায় ১২ মার্চ দুপুরে সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-ম্যানেজিং কমিটি এলাকাবাসি সবাই মিলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে ৫নং চর সড়ক প্রদক্ষিণ করে সাধুপুর-৫নং চর তিন রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন চলে। মানববন্ধনে বক্তব্য রাখেন-আহত মনিরের বাবা জহুরুল খলিফা, সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম মাসুদ, তারেক রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আ. জলিল মেম্বার, নয়ানগর ইউপি সদস্য ছামিউল ইসলাম প্রমুখ।