ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তিন ফসলি জমিতে ‘পার্ক’ চান না এলাকাবাসী

তিন ফসলি জমিতে ‘পার্ক’ চান না এলাকাবাসী

নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামে তিন ফসলি জমিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পার্ক নির্মাণের জন্য প্রায় দুই শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানা গেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার লোহাগড়ার চর-কালনা এলাকার সহস্রাধিক নারী-পুরুষ ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

এতে করে দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোব করে পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

পরে মিছিল নিয়ে মধুমতী-কালনা সেতু এলাকা প্রদক্ষিণ করে তারা ডিসি ইকো পার্ক নির্মাণ বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন মোল্যা হেমায়েত হোসেন, শিক্ষক মফিজুর রহমান, সুমন রহমান, ওলিয়ার রহমান, সোহাগ মোল্যা, রুহুল আমীন রুফল, ইউপি সদস্য ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিক্ষোভ শেষে চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মোল্যা হেমায়েত হোসেন বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসন মধুমতী নদীর পশ্চিম পাড়ের উর্বর তিন ফসলি জমিতে ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা জনস্বার্থবিরোধী। দুই শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যা মেনে নেয়া যায় না।

তিনি প্রশাসনের কাছে এ প্রকল্প বাতিলের আহ্বান জানান এবং এলাকাবাসীর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত