ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার লালামোহনে পুকুরের পানিতে ডুবে শাহিদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাগিচা ৫নং ওয়ার্ড উকিল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শাহিদ একই বাড়ির আনিছল হক উকিল এবং জুনায়েদ রাকিব উকিলের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে। শাহিদের স্বজনরা জানান, সকালের দিকে শাহিদ ও জুনায়েদ খেলা করছিলেন। আর ওই সময় সবার অগোচরে খেলতে গিয়ে তারা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত