ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

১৫ হাজার চোরাই তেলসহ লরি জব্দ

১৫ হাজার চোরাই তেলসহ লরি জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার অপোরিশোধিত সয়াবিন তেলসহ একটি তেলবাহী লরি ও দুটি ট্রলার জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকায় থেকে তেলবাহী লরি ও ট্রলার জব্দ করা হয়। এর আগে চোর চক্রটি মেঘনা নদীতে দুটি ট্রলার থেকে বিশেষ উপায়ে পাইপলাইনের মাধ্যমে লরিতে তেল ভরার সময় স্থানীয় লোকজন দেখে ফেললে ট্রলার ও লরি রেখে পালিয়ে যায় চক্রটি। জানা যায়, তেতৈতলা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জল যানের মাধ্যমে বিভিন্ন সময়ে অবৈধ ভাবে তেল চুরি করে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ১১টার দিকে তেতৈতলা পুরান ফেরিঘাট এলাকায় দুটি ট্রলার থেকে পাইপলাইনের মাধ্যমে লরিতে তেল ভরছিল চক্রটি। এমন সংবাদ পেয়ে স্থানীয়রা পাকরা করলে দুটি ট্রলার ও তেলবাহী লরি ফেলে রেখে পালিয়ে যায়। লরি ও ট্রলার দুটি আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তেলসহ তেলবাহী লরি জব্দ করে থানায় নিয়ে যায়। অন্যদিকে চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার দুটি গজারিয়া নৌ পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত