কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে। অদিতী ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে। স্থানীয়রা জানায়, অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান। কিন্তু অদিতী আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।
এ সময় একজন প্রত্যক্ষদর্শী তাদের জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন। পরে তার দেওয়া তথ্য পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী নিধু রঞ্জন দাস শিশুটির লাশ খুঁজে পান।